মাটিরাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার পেল ১৫শ কৃষক

NewsDetails_01

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২২-২০২৩ অর্থবছরের খরিপ-১ ২০২৩-২৪ মৌসুমে আউশ ধান (উফশী) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

আজ রোববার ২ এপ্রিল সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সামনে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।

NewsDetails_03

এ সময়, উপজেলার ১৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এর মধ্যে প্রতি কৃষককে ৫ কেজি বীজ ধান,
১০কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডেজী চক্রবর্তী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন, বিভিন্ন এলাকার কৃষক সহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন