মাটিরাঙ্গায় ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও থ্রি পিস জব্দ

NewsDetails_01

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ১৫ বস্তা ভারতীয় পোশাক জব্দ করেছে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন।

আজ বৃহস্পতিবার ২৭ এপ্রিল রাতে গোপন তথ্যের ভিত্তিতে ৪০ বিজিবির অধীনস্থ চালিতাছড়া বিওপি’র কমান্ডার না: সুবে: মো: রমজান আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চালিতাছড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১৫ বস্তা ভারতীয় পোশাক জব্দ করা হয়।

NewsDetails_03

এসময়, উক্ত বস্তায় ভারতীয় ১৭১টি শাড়ী এবং ৩২৪টি থ্রিপিচ জব্দ করা হয়। আটককৃত শাড়ী ও থ্রিপিচের আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা।

সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে জানিয়ে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমেদ পিএসসি জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী এগুলো সীতাকুণ্ড কাস্টম কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। এছাড়াও ত্রাণ হিসেবে দেওয়া হবে এসব পোশাক।

আরও পড়ুন