মারমা লোকনাট্য ‘ঙিংসাইত সাবায়া’ জ্যাত মঞ্চস্থ

NewsDetails_01

বান্দরবানে মারমা লোকনাট্য ‘ঙিংসাইত সাবায়া’ জ্যাত মঞ্চস্থ হলো।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দুর্গম সুন্দরী পাড়ায় এ লোকনাট্য মঞ্চস্থ হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিংইয়ং খুমি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো, ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং।

NewsDetails_03

লোকনাট্য পরিবেশনের পাশাপাশি পরিবেশন করা হয় নানা ঢং এর মারমা দলীয় নৃত্য।

এর আগে চারমাসব্যাপী লোকনাট্য জ্যাত অভিনয়ে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দেয়া হয় পুরস্কার ও সনদ। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় বাদ্যযন্ত্র ও প্রশিক্ষণ সরঞ্জাম, পোশাক পরিচ্ছেদ ও বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী ।

চারমাসব্যাপী এ প্রশিক্ষণে ৩৩জন অভিনয়ে এবং ৬ জন বাদ্যযন্ত্রে অংশ নেয় ।

ক্ষুদ্র নৃ গোষ্ঠী ভাষায় নাটক, থিয়েটার, লোকনাট্য মঞ্চায়ন কর্মসূচির আওতায় হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুদ্ধারের জন্য এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা ।

আরও পড়ুন