রাঙামা‌টি‌তে যক্ষা নির্ণ‌য়ে পো‌র্টেবল এক্স‌রে মে‌শিন

NewsDetails_01

রাঙামা‌টি জেলার স্বাস্থ্য‌সেবার মান বৃ‌দ্ধি‌র ল‌ক্ষ্যে আধু‌নিক প্রযু‌ক্তির সহায়তায় যক্ষা রোগ নির্ণয়ে নতুন ক‌রে যোগ হ‌য়ে‌ছে অত্যাধুনিক আল্ট্রা পো‌র্টেবল ডি‌জিটাল এক্স‌রে মে‌শিন।

বুধবার (১৩ মার্চ) জেলা সি‌ভিল সার্জন কার্যাল‌য়ে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী এবং ইউএসএআইডি অ্যালায়েন্স ফর কম্বেটিং টিবি ও আইসিডিডিআর’বি এর সহায়তায় আল্ট্রা পো‌র্টেবল ডি‌জিটাল এক্স‌রে মে‌শিনটি রাঙামাটি সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দীর নিকট হস্তান্তর করা হয়।

NewsDetails_03

সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী জানান, এখন থে‌কে আল্ট্রা পোর্টেবল ডিজিটাল এক্সরে মেশিনের মাধ্যমে উপজেলা পর্যায়ে সন্দেহজনক যক্ষ্মা রোগী ও জীবানু যুক্ত যক্ষ্মা রোগীর সংস্পর্শে থাকা ব্যক্তিদের পরীক্ষা করা হবে।

তি‌নি জানান, এই পোর্টেবল এক্স-রে মেশিন ঘুরে ঘুরে প্রতিদিন কাজ করবে। মানুষের দোড়গোড়ায় পৌঁছে অত্যাধুনিক যন্ত্রটি এআই হিট ম্যাপের মাধ্যমে বুকের এক্স-রে তে স্কোরিং এর মাধ্যমে যক্ষ্মা সনাক্তকরণে সাহায্য করবে।

এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শিবলী স‌ফিউল্লাহসহ আইসিডিডিআরবি এর বিভিন্ন পযায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন