রাঙামা‌টিতে নারী ও শিশু অ‌ধিকার ফোরামের মানববন্ধন

NewsDetails_01

রুখে দাড়াও বাংলাদেশ’ ব্যানারে রাঙামা‌টিতে মানববন্ধন করেছে নারী ও শিশু অধিকার ফোরাম। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের ডি‌সি অ‌ফিস কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ন জজ এ্যাড দীপেন দেওয়ান।

NewsDetails_03

রাঙামাটি সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক আল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ পদপ্রার্থী মৈত্রী চাকমা,সাবেক কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, শ্রমিক দলের সভাপতি মমতাজ মিঞা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নারী নাসরিন আক্তার, নারী ও শিশু অধিকার ফোরাম এর সদস্য তাসনিম ফৌজিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে নারী-শিশু, ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। আজ কোথাও নারী-শিশু নিরাপদ নয়। বিচারহীনতার কারণে ধর্ষণ-নিপীড়নের মতো ঘটনা বন্ধ করা সম্ভব হচ্ছে না। প্রতিবাদ করতে গেলে হামলা-মামলার শিকার হতে হচ্ছে। তাই কেবল আইন প্রনয়ণ নয়, আইন প্রয়োগে সরকারকে আন্তরিক হতে হবে।

আরও পড়ুন