রাঙামা‌‌টি হাসপাতা‌লে অপা‌রেশন থি‌য়েটার বন্ধ

NewsDetails_01

ক‌রোনায় একের পর এক ধকল সই‌তে না পে‌রে অব‌শে‌ষে বন্ধ ক‌রে দেয়া হল রাঙামা‌টি জেনা‌রেল হাসপাতা‌লের অপা‌রেশন বিভাগ। হাসপাতালের ওটি ইনচার্জ করোনা পজিটিভ হওয়ায় সকল প্রকার সার্জারি অপারেশন (ওটি) বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

জানা গে‌ছে, গত ৬ মে থেকে রাঙামাটি জেনা‌রেল হাসপাতা‌লে এ‌কে এ‌কে ডাক্তার, নার্স ও অায়ার শরী‌রে ক‌রোনা ধরা প‌ড়ে। তা‌দের সংস্প‌র্শে হাসপাতা‌লে কর্মরত যারা ছিলেন সবাই এখন কোয়া‌রে‌ন্টি‌নে। তাই, রাঙামাটি জেনারেল হাসপাতালের ওটি অাপাততঃ বন্ধ রাখা হয়েছে।

NewsDetails_03

রাঙামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানান, হাসপাতালে নরমাল ডেলিভারি থেকে শুরু করে অন্যান্য চিকিৎসা সেবা চলমান আছে। সিজা‌রিয়ান বিষয়‌টি দেখবে মা ও শিশু হাসপাতাল (মাতৃমঙ্গল)।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: শওকত আকবর খান জানিয়েছেন, এভাবে যদি আমাদের চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের করোনা পজিটিভ আসে এবং তাদের সংস্পর্শে থাকাদের যদি আমরা কোয়ারেন্টাইন করি তাহলে হাসপাতাল চালানো কঠিন হয়ে পড়বে। জরুরি বিভাগে চিকিৎসা সেবা চলমান র‌য়ে‌ছে ব‌লে তি‌নি জানান।

আরও পড়ুন