রামগড় স্থলবন্দর বাংলাদেশ-ভারত দুই দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ

NewsDetails_01

বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, রামগড় স্থলবন্দর চালু হলে বাংলাদেশ ও ভারত দুই দেশের আর্থসামাজিক উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাপানসহ অনেক উন্নত দেশ এখানে শিল্প স্থাপনে বিনিয়োগ করবে। ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।

শুক্রবার (২২শে মার্চ) বিকেল চারটায় বিজিবি মহাপরিচালক রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের(রামগড় স্থলবন্দর) ইমিগ্রেশন চেকপোস্ট ( I C P)পরিদর্শন কালে এসব কথা বলেন। ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক বাংলাদেশ ভারত মৈত্রী সেতু পরিদর্শন করেন।

পরে তিনি ১৭৯৫ সালে রামগড় লোকাল ব্যাটালিয়ন থেকে আজকের বিজেবির জন্মস্থান রামগড় বিজিবির মনুমেন্ট পরিদর্শন করেন।

NewsDetails_03

এ সময় তিনি সাংবাদিকদের জানান রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এর জন্য বিজিবি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্ত এলাকায় বসবাসকারীদের উদ্দেশ্যে তিনি বলেন বিজিবি সব সময় যেকোনো সমস্যায় জনগণের পাশে থাকবে ।

পরে তিনি স্থানীয় অসহায় ২৫০টি পাহাড়ি, বাঙালি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় বিজিবি দক্ষিণপূর্ব রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃসাজেদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার হোসেন, গুইমারা বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, খাগড়াছড়ি ডিজিএফ আই ডেট কমান্ডার কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ আরিফ, রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন