রোয়াংছড়িতে শেষ হলো মহাসংঘদান অনুষ্ঠান

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়িতে অনুষ্ঠিত হলো মহাসংঘদান অনুষ্ঠান । অনুষ্ঠানে স্থানীয়রা পঞ্চশীল, অষ্টশীল ও দশম শীল গ্রহণ করেন । শনিবার সকালে কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ: উইচারিন্দা মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এসময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ উ: পঞ্ঞা নাইন্দা মহাথের সহ অনুতর পূণ্যক্ষেত্রে পরম পূজনীয় ভিক্ষু সংঘ, বান্দরবান জেলা পরিষদের অন্যতম সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল ইসলাম চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সহর্ধমিনী ড কি কি এ মারমা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লা অং মারমা, রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ঘেরাউ মৌজার হেডম্যান শৈসাঅং মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উ চাইনিং প্রমুখ।

আরও পড়ুন