লামায় ম্রো সোস্যাল কাউন্সিলের সভাপতি কাইওয়ে ম্রো, সাধারণ সম্পাদক চ্যংপাত ম্রো

NewsDetails_01

বাংলাদেশ ম্রো সোস্যাল কাউন্সিল এর বান্দরবান জেলার লামা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্টিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য ও সম্মেলন কমিটিরি আহবায়ক কাইওয়ে ম্রো’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।

NewsDetails_03

এতে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রæ মার্মা, টংগাবতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাংইয়ং ম্রো, কুরুকপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রাতপুং ম্রো ও ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সভাপতি জোনা ত্রিপুরা বিশেষ অতিথি ছিলেন।

সম্মেলনের উদ্ভোধন করেন- সুয়ালক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ম্রো সোস্যাল কাউন্সিলের বান্দরবান জেলা সভাপতি রাংলাই ম্রো। অন্যদের মধ্যে সাংগু মৌজা হেডম্যান চ্যংúাত ম্রো ও লুলাইং মৌজা হেডম্যান সিংপাত ম্রো প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখেন। শেষে অনুষ্টিত সম্মেলনে কাইওয়ে ম্রো সভাপতি, চ্যংপাত ম্রো সাধারণ সম্পাদক, লাংইয়েং ম্রো সাংগঠনিক সম্পাদক ও দিরওয়াই ম্রো কোষাধ্যক্ষ নিবাচিত হয়।

বাংলাদেশ ম্রো সোস্যাল কাউন্সিল সম্মেলনের সত্যতা নিশ্চিত করে সম্মেলন কমিটির আহবায়ক কাইওয়ে ম্রো বলেন, ২৮ ফেব্রæয়ারীর মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের শর্তে নব গঠিত আংশিক কমিিিটর অনুমোদন দেয়া হয়েছে। আগামী তিন বছর নব নির্বাচিত নেতৃবৃন্দরা সংস্থার দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন