লামায় আওয়ামী লীগের আরও ৪ নেতাকর্মীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ

NewsDetails_01

ছবি : উপজেলা নির্বাচন লগো ।
নির্বাচন কমিশন কর্তৃক আগামী ফেব্রুয়ারি মাসে ঘোষণা হবে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল,আর মার্চে নির্বাচন। গণমাধ্যমে এ খবর আসার পর থেকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা শুরু করে দিয়েছেন প্রচার-প্রচারনা। এরই ধারাবাহিকতায় দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগের বান্দরবান জেলা শাখা। উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও ৪ জন সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার বিকালে জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ আনুষ্টানিকভাবে মনোনয়নপত্র নেতাকর্মীদের হাতে তুলে দেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. আনিছুল হক, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্বাস উদ্দিন সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী জাহানারা বেগম ও পৌর তাঁতীলীগের আহবায়ক কমিটির সদস্য নাজমা বেগম মনোনয়নপত্র সংগ্রহ করেন। চেয়ারম্যান পদে ১জন, ভাইস চেয়ারম্যান পদে ১জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়নপত্র সংগ্রহের সত্যতা লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল নিশ্চিত করেছেন।

আরও পড়ুন