লামায় পাহাড়ের মাটি চাপা পড়ে দুই শ্রমিক আহত

NewsDetails_01

লামায় পাহাড়ের মাটি চাপা পড়ে আহত শ্রমিকে উদ্ধার করছে স্থানীয়রা
বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ের মাটি চাপা পড়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি কমিউনিটি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত এক শ্রমিক রইঙ্গারঝিরি গ্রামের বাসিন্দা আলী জোহরের ছেলে আলি উল্লাহ (৩০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত অপর শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের কবিরের দোকান থেকে কমিউনিটি সেন্টার সড়কটির সংস্কার কাজ চলছিল। এ কাজে নিয়োজিত শ্রমিকরা রবিবার বিকাল ৪টার দিকে সড়কের কাজে ব্যবহারের জন্য পাহাড়ের মাটি কাটতে গেলে দুই জনের ওপর মাটি ধ্বসে পড়ে। পরে দুই শ্রমিককে উদ্ধার করে কাছাকাছি কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
পাহাড়ের মাটি চাপা পড়ে দুই শ্রমিক গুরুতর আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন মামুন নিশ্চিত করে বলেন,আহতদের মধ্যে এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন