সংবর্ধনা পেলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী । আজ বুধবার (৪ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বান্দরবান পৌরসভা কর্মচারী কল্যাণ সংসদ সংবর্ধনাঅনুষ্ঠানের আয়োজন করে ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার ১নং প্যানেল মেয়র ৪নং ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বড়ুয়া, ২নং প্যানেল মেয়র ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান খোকন, ৩নং প্যানেল মেয়র ও ১,২,৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর উজলা তঞ্চঙ্গ্যা, ৪,৫,৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর সালেহা বেগম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সৌরভ দাশ শেখর, ৩নং ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ, ২নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী মোহাম্মদ আলী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সামশুল ইসলাম সামু, বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী সদস্য মং শৈ খৈ মারমা, বান্দরবান পৌরসভার সচিব মো: তৌহিদুল ইসলাম, পৌরসভার হিসাব রক্ষক নুরুল আমিন চৌধুরী আরমান।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ফিতা কেটে বান্দরবান পৌরসভা কর্মচারী কল্যাণ সংসদ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভা কর্মচারী কল্যাণ সংসদ এর সভাপতি আমিনুল ইসলাম মজুমদার, সহ-সভাপতি মন্জুর আহম্মদ, বান্দরবান পৌরসভা কর্মচারী কল্যাণ সংসদ এর সাধারণ সম্পাদক লিটন কান্তি সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক মো: হোসেন, অর্থ সম্পাদক ঝন্টু দত্ত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক মো: ইদ্রিছ, কার্যকরী সদস্য মো: মূছা সহ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়।