রাঙ্গামা‌টিতে বঙ্গবন্ধুর জন্মশত বা‌র্ষিকী পা‌লিত

NewsDetails_01

বঙ্গবন্ধু প্রতিকৃ‌তিতে পুস্পস্তবক অর্পন, বিনামূল্যে চক্ষু শি‌বির ক্যাম্প, ফ্রি তে বাস সা‌র্ভিস প্রদা‌ন,আলোচনা সভা, দোয়া মাহ‌ফিল ও শিশু মেলার মধ্য দিয়ে রাঙ্গামা‌টি‌তে সী‌মিত আকারে বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জন্মশত বা‌র্ষিকী পা‌লিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭মার্চ) সূর্যোদয়ের সাথে সব সরকারী-বেসরকারী ভবনে জাতীয় পতাকাসহ মুজিব বর্ষের লোগো সম্বলিত পতাকা,ব্যানার উত্তোলন করা হয়। সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

NewsDetails_03

সকাল ১০টায় রিজার্ভ বাজার নতুন বাস স্টেশ‌নে বঙ্গবন্ধুর জন্মশত বা‌র্ষিকী উপল‌ক্ষে বাস মা‌লিক স‌মি‌তির উ‌দ্যো‌গে চট্টগ্রাম রাঙ্গামা‌টি রুটে দিনব্যাপী ফ্রি বাস সা‌র্ভিস উ‌দ্বোধন করা হয়। ১১টায় রাঙ্গামা‌টি পে‌ৗর আওয়ামী লী‌গের উ‌দ্যো‌গে বিনামু‌ল্যে চক্ষু শি‌বির ক্যাম্প প‌রিচালনা করা হয়। দু‌টি অনুষ্টা‌নের প্রধান অ‌তি‌থি ছি‌লেন স্থানীয় সাংসদ দীপংকর তালুকদার।

এছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উ‌দ্যো‌গে আলোচনা সভা, দোয়া মাহ‌ফিল ও শিশু মেলার আয়োজন করা হয়। এ‌তে প্রধান অ‌তি‌থি ছিলেন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

আরও পড়ুন