আব্দুল কুদ্দুসকে কারাদণ্ড ও জরিমানা করায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে
বান্দরবানের থানচি উপজেলার দূর্গম এলাকায় অবৈধ ইটভাটা করার দায়ে বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুসকে আজ বুধবার দিবাগত রাত ১টায় ১০ বছরের কারাদণ্ড ও ১৭ লক্ষ টাকা জরিমানা এবং শারীরিক নির্যাতন করার প্রতিবাদে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা।
আজ বুধবার (১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বান্দরবানের পরিবহন মালিক ও শ্রমিকদের বৈঠকের পর তারা এই ধর্মঘটের ডাক দেয়। পরিবহন ধর্মঘটের ফলে বান্দরবানের সাথে চট্টগ্রাম-কক্সবাজার ও রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়ে পর্যটকসহ সাধারণ যাত্রীরা।
এসময় অভিযানে নেতৃত্বদানকারী সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আল মামুন এর প্রত্যাহার দাবী করেন।
উল্লেখ্য, বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বান্দরবানে শৈল শোভা পরিবহণ মালিক সমিতির সভাপতি হিসাবে কর্মরত আছে।