বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা বাজারের পার্শ্ববর্তী পাড়ায় অগ্নিকাণ্ডে দিনমজুরের ৩টি বাড়ি পুড়ে ছাই হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩এপ্রিল) সকাল সাড়ে দশটায় পাশের একটি জুমের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে নিশ্চিত করেছেন আলীকদম জোনের কুরুকপাতা
আর্মি ক্যাম্পের কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হাই। করুকপাতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়াই পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, উমি মার্মানী ও মিমাদু মার্মা। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ লক্ষ ১৫ হাজার টাকা বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার।
করুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, জরুরি কাজে সকালে উপজেলা সদরে আসছি। উক্ত এলাকাটি ইন্টারনেট সংযোগ না থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। যারা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা খুবই দরিদ্র ও পেশায় দিনমজুর। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদ ও ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।