আলীকদমে বিষপানে কিশোরীর মৃত্যু

purabi burmese market

%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%beবান্দরবানের আলীকদম উপজেলায় বিষপানে সুমি আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় মুমূর্ষ অবস্থায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমি আলীকদমের ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড, ভরির মুখ হাসেম পাড়া এলাকার মৃত হাবিব উল্লার কন্যা। কিশোরীর মা হাসিনা বেগম বলেন, আমি রিলিফের চাউল নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে এসে দেখি আমার মেয়ে বমি করছে, তখন সাথে সাথে লামা হাসপাতালে নিয়ে আসি।
তিনি আরো বলেন, আমার মেয়ে আগে চকরিয়া সদর ঘোনা এলাকার আবুল হাসেমের বাড়িতে কাজ করত। গত চার মাস আগে তারা ফোনে যোগাযোগ করে আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেয়। এরপর থেকে মেয়ে আমার বাড়ীতে ছিল। কোন কারণ ছাড়া মেয়ে কেন বিষ পান করল সেটা আমি জানিনা।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।