ঈদুল আযহা উপলক্ষে আলীকদমে যুবলীগের প্রীতি ফুটবল খেলা

NewsDetails_01

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় উপজেলা যুবলীগের উদ্যোগে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকাল ৪ টার সময় আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদুল আযহা উপলক্ষে ১নং আলীকদম সদর ইউনিয়ন যুবলীগ ও ২নং চৈক্ষ্যং ইউনিয়ন যুবলীগ প্রীতি ফুটবল খেলায় অংশ গ্রহণ করেন।

NewsDetails_03

প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন। আলীকদম উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার জিহাদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কফিল উদ্দিন,আলীকদম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম, আলীকদম উপজেলা শ্রমিকলীগে সাধারণ সম্পাদক মোঃ আমশুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত যুবলীগের প্রীতি ফুটবল খেলার নির্ধারিত সময়ে উভয় দল গোল শূন্য থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইব্রেকারে আলীকদম সদর ইউনিয়ন যুবলীগকে ৪-২ গোলে পরাজিত করে ২ নং চৈক্ষ্য ইউনিয়ন যুবলীগ প্রীতি ফুটবল খেলায় বিজয়ী হন।

আরও পড়ুন