সাফজয়ী রুপনার ঘর নির্মাণের কাজ শুরু

NewsDetails_01

সদ্য সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ জেতা জাতীয় দলের গোলরক্ষক রুপনা চাকমার স্বপ্ন পূরন হতে চলেছে। তার ভাঙ্গা ঘর ভে‌ঙ্গে পাকা করার কাজ শুরু করা হ‌য়ে‌ছে।

আজ বৃহস্পতিবার ঘিলাছ‌ড়ি ইউনিয়নের ভুইয়া আদম গ্রামে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রুপনা চাকমার ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।

NewsDetails_03

না‌নিয়ারচর উপজেলা প্রকৌশলী আবদুল মাজিদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অগ্রা‌ধিকার ভি‌ত্তিতে রুপনা চাকমার ঘর নির্মান করে দেয়া হবে। আগামী দুই মাসের মধ্যে এর নির্মান কাজ সম্পন্ন করা হবে বলে তি‌নি জানান। ঘরটি নির্মাণে ব্যয় ধরা হ‌য়ে‌ছে ১০ লক্ষ ৬৭ হাজার ৪৫৫ টাকা।

প্রসঙ্গতঃ রুপনা চাকমা সদ্য সাফজয়ী জাতীয় দ‌লের গোলরক্ষক ছি‌লেন। অর্জন করেছেন সেরা গোলরক্ষকের খেতাবও। পরবর্তী‌তে প্রচার মাধ্যমে রুপনা চাকমার জরাজীর্ণ ঘর দে‌খে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা পাকা ঘর নির্মান করে দেওয়ার প্রতিশ্রু‌তি দেন।

আরও পড়ুন