কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা

NewsDetails_01

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩০ আক্টোবর) দুপুর ৩টায় বান্দরবান জেলা পুলিশের আয়োজনে সদর থানার কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল কুদ্দুছ ফরাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার।

NewsDetails_03

এসময় সভায় সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, মো.রেজা সরওয়ার, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ,কামরুল হাসান বাচ্চু,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু,বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম চৌধুরী, তদন্ত ওসি মো.সোহাগ রানাসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি ও পুলিশ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় সভায় সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর বক্তব্য রাখতে গিয়ে বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্যাতনসহ সর্বপ্রকার অপরাধমুলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করতে হবে সবাইকে।

সভায় প্রধান অতিথি পুলিশ সুপার জেরিন আখতার প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন,শুধু পুলিশের দিকে তাকিয়ে থাকলে হবে না,সমাজের অপরাধ নিমুলে সাধারণ জনগণকে পুলিশকে সহযোগিতা করতে হবে।

এসময় পুলিশ সুপার আরো বলেন, কোন এলাকায় কে খারাপ কাজে লিপ্ত, আর কে ভালো, তা এলাকার সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অবগত থাকেন। তাই অপরাধ নির্মূল করতে হলে সবার আগে এলাকার জন প্রতিনিধিদের পুলিশের সাথে সাথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন