বান্দরবানের নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে থাকা শিশুসহ ৪ করোনা আক্রান্ত রোগী, চিকিৎসক ও সেবক সেবিকাদের জন্য খাবার পৌঁছে দিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী।
নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বোনিয়া গ্রামের একি পরিবারের শিশুসহ ৪ জনের করোনায় পজেটিভ রোগী শনাক্ত হওয়ার পর তাদেরকে হাসপাতালের আসোলেশন ইউনিটে রাখা হয়।
আজ বুধবার (৬মে ) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে আইসোলেশনে থাকা রোগীসহ কর্মরত চিকিৎসক ও সেবক-সেবিকাদের জন্য ইফতারী খাদ্যসামগ্রী পৌঁছে দেয়।
উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তসলিম ইকবাল চেয়ারম্যান জানান, সরকারের পাশাপাশি নিজের দায়বদ্ধতায় তাদের পাশে দাঁড়িয়েছি। তাদের পরিবারের সুবিধা অসুবিধার খোজ খবরও নেওয়া হচ্ছে।