কাপ্তাইয়ে পুজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, চন্দ্রঘোনা মিশন এলাকা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও সিদ্বিশরি কালি মন্দির এবং কেপিএম কয়লার ডিপু হরি মন্দির এর দুর্গা মন্ডপ পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা এবং কাপ্তাই উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

গত সোমবার (৭অক্টোবর) সন্ধ্যায় নেতৃবৃন্দ এইসব পুজা মন্ডপ পরিদর্শনে গিয়ে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং পুজা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এইসময় বিএনপি নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দূর্গা পুজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন্দিরে মন্দিরে অবস্থান নিবেন বলে জানান।

NewsDetails_03

এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ ও সদস্য আব্দুল খালেক মেম্বার , কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সহ সভাপতি জাহাঙ্গীর তালুকদার,সাংগঠনিক সম্পাদক উথোয়াইচিং মারমা, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, ২ নং রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম মেম্বার,
উপজেলা যুব দলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেকান্দর রাসেল, যুগ্ম আহ্বায়ক সাহাদাত, সদস্য শুক্কুর, কাপ্তাই উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দের পরামর্শে আমরা কাপ্তাই উপজেলার প্রত্যেকটি মন্দিরে পরিদর্শন করছি। আমরা আশা করছি এইবার সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গা পুজা উদযাপন করবেন সনাতনী সম্প্রদায়ের লোকজন।

আরও পড়ুন