কাপ্তাইয়ে ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক ব্যাটালিয়নের আওতাধীন জীবতলী আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) জীবতলী আর্মি ক্যাম্পের আওতাধীন হরিনছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি তত্ত্বাবধানে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার উপস্থিত ছিলেন।
এই সময় ব্যাট্যালিয়ন অধিনায়ক লে: কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার,পিএসসি জানান,ভবিষ্যতে ১০ আর ই ব্যাটালিয়ন এর পক্ষ থেকে শিক্ষা সম্প্রসারণে এমন শিক্ষা উপকরণ বিতরণ প্রদান অব্যাহত থাকবে।



