রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার ঢাকাইয়া কলোনির সেই মাঈন উদ্দিন আবারোও কাপ্তাই থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। গত রবিবার রাত সাড়ে ৯ টায় কাপ্তাই থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) লিমন মিয়ার নেতৃত্বে কাপ্তাই থানার পুলিশ সদস্যরা তাঁকে নতুনবাজার ঢাকাইয়া কলোনি হতে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট ছিলো বলে জানান কাপ্তাই থানার ওসি (তদন্ত) মোঃ আকতার হোসেন।
তিনি জানান,২০২১ সালের ২৩ ফেব্রুয়ারী মাদকদ্রব্য আইনে কাপ্তাই থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলায় মাঈন উদ্দিন পলাতক থাকায় তার বিরুদ্ধে কোর্টের ওয়ারেন্ট জারি করা হয়। সেই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।
কাপ্তাই থানা সূত্রে জানা যায়,মাঈন উদ্দিনের বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। গত বছরের ২৭ মার্চ সেই ইয়াবাসহ একবার পুলিশের হাতে গ্রেফতার হয়ে জামিনে বের হয়ে এসে বারবার মাদক, ইয়াবা বিক্রি এবং সেবন সহ নানা অপরাধে জড়িয়ে পড়েছেন। আসামিকে
আজ সোমবার রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।