কাপ্তাইয়ে অজগর সাপ লোকালয়ে

purabi burmese market

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় লোকালয়ে একের পর এক বিরল প্রজাতির অজগর সাপ ধরা পড়ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের ক্যাম্পাসে আরও একটি সাপ ধরা পড়েছে।

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের ক্যাম্পাস থেকে ১২ ফুট দৈর্ঘ্য ১৬ কেজি ওজনের একটি অজগর সাপ দেখতে পায় শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের মধ্যে আতংক সৃষ্টি হয়। পরে তারা সাপটি না মেরে স্থানীয় কাপ্তাই রেঞ্জ বন বিভাগের লোকদের খবর দিলে তারা এসে বিরল প্রজাতির সাপটি উদ্ধার করে।

কাপ্তাই রেঞ্জের সদর বিট কর্মকর্তা মো. তানজিনুর রহমান জানান, বনের মধ্যে এরা খাদ্য না পেয়ে লোকালয়ে এস বিভিন্ন বাসা-বাড়ির হাঁস, মুরগির খামারে এসে হানা দেয়। এতে করে লোকালয়ের মানুষের হাতে এরা হরহামেশা ধরা পরে। বনবিভাগ সাপটি উদ্ধার করে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।