কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৫০০ টাকা জরিমানা

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ টি দোকান থেকে ৬,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

NewsDetails_03

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টাকা থেকে ২ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি , মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রি, স্বাস্থ্য সনদ বিহীন কর্মচারীর মাধ্যমে পণ্য বিক্রি সহ বিভিন্ন অপরাধে এই মামলা এবং জরিমানা আদায় করা হয় ।

কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস, উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম এবং কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্যরা এইসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

আরও পড়ুন