মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের সপ্তাহব্যাপী কর্মসুচীর অংশ হিসাবে আজ সোমবার কাপ্তাই উপজেলা অফির্সাস ক্লাব এবং উপজেলা রেস্ট হাউসে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, কর্নফুলি ডিগ্রি কলেজের প্রভাষক পলাশ মুৎসুদ্দী,একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, সহকারী শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাংস্কৃতিক সংগঠক সাংবাদিক ঝুলন দত্ত সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার দুই বিষয়ে বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শতাধিক প্রতিযোগী অংশ নেয়।