প্রধানমন্ত্রীর গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয় বাড়ি নির্মাণের প্রকল্পের আওতায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৫’ইউনিয়নের ২৪’জন গরিব এবং দুস্থ পরিবারের মাঝে প্রথম পর্যায়ে চেক হস্তান্তর করা হয়।
আজ বৃহস্পিতবার (১২ ডিসেম্বর) কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষ চত্ত্বরে উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল তাদের হাতে এই চেক তুলে দেন। এসময় ওয়াগ্গা ইউনিয়ন চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, প্রতি পরিবারের জন্য সরকারি ভাবে ২লক্ষ ৯৩’হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। তবে প্রথম পর্যায়ে দেড় লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।