মানববন্ধনে বক্তারা গণধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বান্দরবান মারমা স্টুডেন্টস কাউন্সিল এর সভাপতি লুসাই মং মার্মা বলেন, সাত দিনের মধ্যে তিন যুবককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তারা আরো কঠোর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কিশোরী ধর্ষণের ঘটনায় জেলার বালাঘাটা এলাকা থেকে এরই মধ্যে কাজল বড়ুয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ, সোমবার তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত ২৩ ডিসেম্বর রাত এগারটার দিকে জেলা শহরের শাপলাচত্তরের পর পৌরসভার শিশু পার্কের জন্য নির্ধারিত জায়গাতে নিয়ে গিয়ে ধর্ষণ করে কয়েকজন দুর্বৃত্ত। এই ঘটনায় ২৪ ডিসেম্বর ভিকটিম সদর থানায় চার যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন ।