খাগড়াছড়িতে নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

NewsDetails_01

খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সাড়ে ৯টায় খাগড়াছড়ি চেঙ্গী নদী থেকে অজ্ঞাত লাশটি এলাকাবাসীদের সহযোগিতায় পুলিশ উদ্ধার করা হয়। লাশটি দেখতে নদীর পাড়ে শত শত মানুষ ভিড় জমায়। স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

NewsDetails_03

পরবর্তীতে খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কিন্তু মরদেহটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা লাশটি ২থেকে ৩ দিন আগের।

খাগড়াছড়ি সদর থানার উপ-উপ-পরিদর্শক মোঃ রিয়াজ জানান, সকালে খবর পেয়ে চেঙ্গী নদী থেকে এলাকাবাসীদের সহযোগিতায় লাশটি উদ্ধার করি। পরবর্তীতে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে লাশটি সুরতহাল করে আইনি প্রক্রিয়া নাম সনাক্ত করা হবে। এবং ময়নাতদন্ত শেষে এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান থাকবে।

আরও পড়ুন