খাগড়াছড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত
প্রতিবছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ও নানা আয়োজনে খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করেছেন ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব।
আজ বুধবার (১১ জুন ২০২৫) পূর্ণিমা তিথিতে খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় এই উৎসব।
জেলা সদরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির, শ্রী শ্রী রাধাবঙ্কু বিহারী মন্দির, খাগড়াপুরের জগন্নাথ মন্দির এবং কৈবল্যপীঠ এলাকার শ্রী শ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্নানযাত্রার আনুষ্ঠানিকতা।

ধর্মীয় রীতি অনুসারে, রাজা ইন্দ্রদুম কর্তৃক কাঠের বিগ্রহ স্থাপনের মধ্য দিয়ে জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণ করে এই স্নানযাত্রা শুরু হয়। এই দিনটিকে ভগবান জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবেও পালন করা হয়।
স্নানযাত্রা উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ভক্তবৃন্দ সমবেতভাবে বৈদিক মন্ত্রোচ্চারণ, ধর্মীয় সংগীত পরিবেশনা, গীতাপাঠ ও কীর্তনে অংশ নেন। সকাল থেকেই বিভিন্ন বয়সের নারী-পুরুষ পূণ্যলাভের আশায় ভক্তিভরে উৎসবে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। এসময় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
ভক্তদের বিশ্বাস, স্নানযাত্রায় অংশগ্রহণ করলে সকল পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং পরম কল্যাণ লাভ হয়। এ বিশ্বাস থেকেই প্রতিবছর জগন্নাথ ভক্তরা এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে।