খাগড়াছড়িতে চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতনের অভিযোগ

NewsDetails_01

খাগড়াছড়ির রামগড়ে সিএনজি অটোরিক্সায় উঠাকে কেন্দ্র চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে শারীরিক ভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।

রবিবার (২২ আগস্ট) দুপুরে রামগড়ের অয়ভা এলাকায় এ ঘটনা ঘটে।

NewsDetails_03

ওই নারীর স্বজনরা জানান, অয়ভা এলাকা থেকে সিএনজি অটোরিক্সায় উঠা নিয়ে চালক সাইফুল ইসলামের সাথে বাকবিতন্ডা হয়। এ সময় সাইফুল চার মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে লাথি মেরে পালিয়ে যায়। ঘটনার পর থেকে সিএনজি চালক সাইফুল ইসলাম পলাতক রয়েছে। আহত ওই গৃহবধূ রামগড় উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরহাদ কামাল জানান, স্বজনদের কথার ভিত্তিতে ওই নারীকে চিকিৎসা দেয়া হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে পরবর্তী বিষয়ে জানা যাবে।

আরও পড়ুন