পুলিশ সুপার বলেন,স্বার্থান্বেষী একটি মহল সাম্প্রতিক সময়ে দেশে ছেলে ধরা গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে।
এলাকায় কেউকে সন্দেহজনক ভাবে ঘোরা ফেরা করতে দেখলে গণপিঠুনি না দিয়ে পুলিশে খবর দেয়ার পরামর্শ দিয়ে গুজবে কান দেয়ার আহবান জানান। সংবাদ সম্মেলনে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।