গিরিকন্যার প্রযোজকের সাথে মতবিনিময়

পার্বত্য চট্টগ্রামের মারমা ভাষার উপর নির্মিত প্রথম চলচ্চিত্র গিরিকণ্যার কাহিনীকার ও প্রযোজক রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর ডংনালার কৃতি সন্তান ডাঃ মং উষাথোয়াই এর সাথে রাইখালী ইউনিয়নের সুশীল সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর ডংনালা এলাকার তংসে পাড়ায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, গিরিকণ্যার প্রযোজক ডাঃ মংউষা থোয়াই। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মং সইমই মারমা, ৩২১ রাইখালী ইউনিয়ন মৌজার হেডম্যান উয়ে সুয়ে সুয়ে চৌধুরী মিশুক, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ ইউছুফ তালুকদার, সোনালী ব্যাংকের সাবেক অফিসার মংক্য জাইঞো মারমা, রাইখালী ইউপি মহিলা সদস্য মচিংউ মারমা, মাক্রাচিং মারমা সহ রাইখালী ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে মনুচিং মারমা।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।