চন্দ্রঘোনায় চোলাই মদ সহ একজন আটক

purabi burmese market

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ এর সদস্যরা ২ নং রাইখালী ইউনিয়ন এর ফেরিঘাট হতে অটোরিকশা করে দেশীয় তৈরী চোলাই মদ পাচারকালে চালককে আটক করেছে। আটককৃত মোঃ রুবেল মিয়া (৩২) কাপ্তাই রাস্তার মাথা এলাকার মৃত তাউছ মিয়ার পুত্র, সেই সাথে মদ পাচার কাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় রাইখালী ফেরিঘাট চেকপোস্ট অটোরিকশার বিভিন্ন স্থানে পলিথিন মোড়ানো ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। থানার উপ পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান সংগীয় ফোর্স এ তল্লাশী করেন।

আটককৃত আসামীর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। আজ বুধবার আসামীকে রাঙামাটি আদালতে সোর্পদ করা হয়েছে বলে পুলিশ জানান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।