জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই কৃষকলীগের আলোচনা সভা

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা কৃষকলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ সোমবার (১ আগস্ট) এই উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একটি শোক র‍্যালি শেষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

NewsDetails_03

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী।

কাপ্তাই উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ শামসুদ্দীন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সুধীর তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি শান্তনা চাকমা, রাঙামাটি জেলা কৃষকলীগ যুগ্ন সম্পাদক মোফাজ্জল হোসেন স্বপন, জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক নুর উল্লা ভুঁইয়া, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি বিদর্শন বড়ুয়া সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকলীগের নেতারা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন