তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে বিতর্ক প্রতিযোগিতা

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আন্ত: স্কুল ও আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) চলাকালীন তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আজ রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০ টা হতে দুপর ১ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে স্কুল পর্যায়ে ৪ টি দল এবং কলেজ পর্যায়ে ২ টি দল অংশ নেন।

“জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোঁয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ” বিষয়ে এতে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হন নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হন কাপ্তাই উচ্চ বিদ্যালয়।

NewsDetails_03

এছাড়া কলেজ পর্যায়ে “ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা- ই অধিক গুরুত্বপূর্ণ” বিষয়ে চ্যাম্পিয়ন হন কর্ণফুলি সরকারি কলেজ এবং রানার আপ হন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক এর দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ।

বিতর্ক প্রতিযোগিতা সঞ্চালনা করেন, কাপ্তাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী লিমন চন্দ বর্মন।

আরও পড়ুন