তিংতিংনু’র প্রয়ানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’র শোক প্রকাশ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মংক্যচিং চৌধুরীর সহধর্মিনী তিংতিংনু’র প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।
তিনি শোকবার্তায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে তিংতিংনু এর পরলৌকিক সদগতি কামনা করেন।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে নিজ বাসভবনে পরলোকগমন করেন তিংতিংনু । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালেও মর্নিং ওয়াক করতে বের হলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরে তিনি নিজ বাসায় মারা যান। তারা মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।