থানচিতে আগুনে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান করেছে উপজাতীয় ঠিকাদার সমিতি

NewsDetails_01

আগুনে পুড়ে যাওয়া বান্দরবানের থানচি বাজারের ২শত ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দোকান ঘর নির্মানে লক্ষ্যে নগদ এক লক্ষ টাকা মানবিক সহায়তা হিসেবে অনুদান দিলেন বান্দরবানে উপজাতীয় ঠিকাদার সমিতি।

আজ মঙ্গলবার (৫ই মে) দুপুরে থানচি বাজারে অগ্নিকাগু ক্ষতিগ্রস্থ স্থানে (প্রাঙ্গন) বাজারের অসহায় ব্যবসায়ীদের উপস্থিতিতে এ নগদ টাকা মানবিক সহায়তা প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ। ঠিকাদারদের মানবিক সহায়তা গ্রহন করেন থানচি বাজারের বাজার পরিচালনা কমিটি সভাপতি ও আওয়ামী লীগের সিনিয়ন নেতা স্বপন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

NewsDetails_03

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, বান্দরবান জেলার উপজাতীয় ঠিকাদার সমিতির সভাপতি রাজপুত্র শৈনুপ্রু চৌধুরী (রুমি), সাধারণ সম্পাদক মংমংসিং মারমা, যুগ্ন সাধারণ সম্পাদক রিলিপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক মংথোয়াইঅং মারমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক উটিংমং, অর্থ সম্পাদক উক্যসিং মারমা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিংথোয়াইমং মারমা নির্বাহী সদস্য নুমংপ্রু মারমা উপস্থিত ছিলেন।

বান্দরবান জেলার উপজাতীয় ঠিকাদার সমিতি সভাপতি ও রাজপুত্র শৈনুপ্রু চৌধুরী (রুমি) বলেন, গত ২৭ শে এপ্রিল এক ভয়াবহ আগ্নিকান্ডে ২শত দোকান ও বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। তারা যাতে একটু উঠে দাঁড়াবার শক্তি পায়, তারজন্য আমরা এই সহযোগীতা প্রদান করছি ।

অন্যদিকে, একই সময়ে আগুনে পুড়ে যাওয়া বান্দরবানের থানচি বাজারের ব্যবসায়িদের এক লক্ষ টাকা মানবিক সহায়তা হিসেবে অনুদান প্রদান করেন বান্দরবানে থানচি উপজেলা সদরে অবস্থিত থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার, সাধারণ মেম্বাররা।

আরও পড়ুন