থানচিতে উপবৃত্তি প্রদান

NewsDetails_01

বান্দরবানে থানচিতে ভোক্তার অধিকার আইন ২০১৯ অনুযায়ী সচেতনতায় সেমিনার, উপজেলা পর্যায়ে কুইজ প্রতিযোগীতা এবং থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্ষুদ্র- নৃগোষ্ঠি বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা প্রশাসন ও থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে আজ মঙ্গলবার ২৯ অক্টোবর সকাল সাড়ে ১১টা থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনের অনুষ্ঠিত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী প্রধান তপন কুমার দাশ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল হক মৃদুল সভাপতিত্ব করেন।

NewsDetails_03

এসময় থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানচি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোহাম্মদ চৌধুরী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, থানচি কলেজের সহকারী শিক্ষক শাহ আলম মজুমদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, মডেল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক ক্যসাচিং মারমা, বলিপাড়া সরকারি প্রাই মারী স্কুলে প্রধান শিক্ষিকা উয়ইনু মারমা প্রমূখ উপস্থিত ছিলেন ।

এসময় বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি আছে বলে বঙ্গবন্ধু স্যাটেলাইট, সামাজিক গণমাধ্যম, টেলিভিশন, বেতার, বিমানসহ দেশের প্রয়োজনের সকল কিছু তৈরী হয়েছে। ভোক্তার অধিকার আইন ২০১৯ এর যাবতীয় তথ্য এবং বাজারের অতিরিক্ত দ্রব্য ক্রয়ের সচেতনতা অবশ্যই থাকতে হবে এবং বর্তমান সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠিদের সকল ধরনের উচ্চ শিক্ষা লাভে উপবৃত্তিসহ বই খাতা কলম ইত্যাদি বিনা মূল্যে প্রদান করছে।

সভা শেষে অতিথিরা বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগী ও অংশগ্রহনকারী শিক্ষার্থীদের পুরস্কার, ক্ষুদ্র নৃগোষ্ঠি উপবৃত্তি বিতরণ করেন।

আরও পড়ুন