দুদকের জালে বান্দরবান সদর উপজেলা যুবলীগ সভাপতি ক্যচিং অং মার্মা

NewsDetails_01

প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বান্দরবান সদর উপজেলা যুবলীগ সভাপতি ক্যচিং অং মার্মাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবান শহরের জেলা প্রশাসনের প্রাঙ্গনের সামনে থেকে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর টিম, পরে তাকে হাজির করা হয় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে।

NewsDetails_03

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চট্টগ্রাম ২ এর উপ-সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ জাফর সাদেক শিবলী জানান, প্রতারনা ও জাল জালিয়াতির মাধ্যমে অগ্রনী ব্যাংক বান্দরবান শাখা থেকে কৃষকদের আদা ও হলুদ চাষ বাবদ ২৮ লক্ষ ৯০ হাজার টাকা উত্তোলন করেন ক্যচিং অং মার্মা। তার মধ্যে কয়েকজন কৃষককে ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করে বাকী ২৭ লক্ষ ৭০ হাজার টাকা নিজে ও ব্যাংক কর্মকর্তা ও মাঠকর্মী মিলে আত্মসাত করেন।

প্রসঙ্গত,একই ঘটনায় জড়িত থাকার অপরাধে অগ্রনী ব্যাংক বান্দরবান শাখার (অবসরপ্রাপ্ত) ব্যবস্থাপক নিবারণ চন্দ্র তংচঙ্গ্যাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে দুদক ।

আরও পড়ুন