দুর্গম লক্ষ্মীছড়ি এখন বহুমাত্রিক উন্নয়নের কেন্দ্রবিন্দু : কুজেন্দ্র লাল ত্রিপুরা
খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, একসময় খাগড়াছড়ি জেলার মধ্যে লক্ষ্মীছড়ি উপজেলা ছিলো সবচেয়ে পিছিয়েপড়া উপজেলা। সরকারি কর্মকর্তা অফিস করার মতো পরিবেশ ছিলো না। সন্ধ্যার পরে ভুতুড়ে আঁধার নেমে আসতো। যোগাযোগ- বিদ্যুত এবং শিক্ষার দিক থেকে প্রত্যাশিত উন্নয়ন সাধিত হয়েছে। সরকারি কলেজ, হাসপাতাল কমপ্লেক্স, ফায়ার সার্ভিস স্টেশন নির্মিত হয়েছে। দুর্গম জনপদে ২৬টি প্রাথমিক বিদ্যালয় জাতীযকরণ হযেছে। প্রত্যন্ত এলাকায় বিদ্যুত সঞ্চালন লাইন গিয়েছে।
তিন বলেন, আঁধারের লক্ষ্মীছড়ি এখন উন্নয়নের আলোতে এগোচ্ছে। তাই শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করলে- নৌকায় ভোট দিলে উন্নয়ন সুনিশ্চিত হবে।
তিনি আজ বুধবার বিকেলে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা সদরে জাতীয় শোক দিবসের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লক্ষ্মীছড়ি উপজেলা আওযামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ’র সহ- সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামীলীগ”র সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আরম, জেলা মহিলা আওয়ামীলীগ’র সা. সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শাহিনা আকতার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার রইস উদ্দিন, মাটিরাঙা উপজেলা আওয়ামীগ সভাপতি হুমাযুন মোরশেদ খান, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ’র সা. সম্পাদক মো. মাইনউদ্দিন, জেলা আওয়ামী লীগ’র মহিলা বিষয়ক শতরুপা চাকমা।
লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগ’র সা. সম্পাদক বিল্লাল হোসেন বেপারি’র স্বাগত বক্তব্য দিয়ে সূচিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে তিনি দুল্যাতলী জুনিয়র হাইস্কুল’র নব নির্মিত ভবন এবং গ্রীড সাব স্টেশন’র উদ্বোধন করেন।