এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইসলাম বেবী, বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক লক্ষীপদ দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, নাইক্ষংছড়ি উপজেলা আ’লীগের আহবায়ক ক্যাউচিং চাক, যুগ্ন আহবায়ক আবু তাহের কোম্পানী, আ’লীগ নেতা অধ্যাপক শফিউল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মো: ইমরান মেম্বার প্রমুখ।
যোগদান অনুষ্টানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, অতিতের ন্যায় বর্তমানেও পার্বত্য অঞ্চলে সরকার ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আগামী একাদশ জাতীয় সংসদ নিবাচনে নৌকা প্রতিক নিয়ে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের পরিণত হয়েছে। এই সাফল্যকে ধরে রাখতে পূণরায় নৌকা মার্কায় ভোট চান তিনি।