বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি পালন করা হয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এ দিনে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিসহ নিবন্ধিত ৩৯টি দল অংশগ্রহণ করে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জয় লাভ করে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দিন ব্যাপী বিজয় মিছিল,আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করতে ক্ষমতাসীন দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের ভিড় জমতে দেখা যায়।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) বেলা তিনটায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের উদ্যোগে বিজয় সমাবেশ সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো,ইমরান মেম্বার, সহ-সম্পাদক ডা: সিরাজুল হক, সেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দু সাত্তার, যুবলীগ সহ সভাপতি হোছাইন আহাম্মেদ, ছাত্রলীগ সভাপতি বদরুল্লাহ কবির বিন্দু প্রমূখ।