নাইক্ষ্যংছড়িতে আওয়ামী লীগের র‍্যালি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি পালন করা হয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এ দিনে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিসহ নিবন্ধিত ৩৯টি দল অংশগ্রহণ করে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জয় লাভ করে।

NewsDetails_03

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দিন ব্যাপী বিজয় মিছিল,আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করতে ক্ষমতাসীন দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের ভিড় জমতে দেখা যায়।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) বেলা তিনটায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের উদ্যোগে বিজয় সমাবেশ সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো,ইমরান মেম্বার, সহ-সম্পাদক ডা: সিরাজুল হক, সেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দু সাত্তার, যুবলীগ সহ সভাপতি হোছাইন আহাম্মেদ, ছাত্রলীগ সভাপতি বদরুল্লাহ কবির বিন্দু প্রমূখ।

আরও পড়ুন