বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর উপজেলায় ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্টান মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট আলিম মাদ্রাসার আলিম ১ম বর্ষ ক্লাস শুভ উদ্ভোধন ও বৃত্তির অর্থ বিতরণ করা হয়।
আজ রবিবার সকাল সাড়ে ৯টায় গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক মুহাম্মদ শফি উল্লাহর সভাপতিত্বে এবং মাদরাসার ক্রীড়া শিক্ষক ছৈদুল বাশারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন নাইক্ষ্যছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার, প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাবেক সদর ওয়ার্ডের ইউপি সদস্য মীর আহাম্মেদ সহ শত শত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দরা অংশগ্রহণ করেন।
আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নিবর্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। অনুষ্ঠান শেষে আলিম ১ম বর্ষের শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের জন্য আগামী দিনে সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মোনাজাত করেন অধ্যক্ষ মওলানা সৈয়দ হোসেন।