নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আটক ২ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৭শ ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভিরকাটা টেকপাড়ার আব্দুল হক ওরফে বাবুল (৫২), নাইক্ষ্যংছড়ি সদরের কম্বনিয়া গ্রামের আবুল কালাম (৩৮)।

NewsDetails_03

আজ সোমবার (২৪ মে) বিকেল ৪টায় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের সার্বিক নির্দেশে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই মুহাম্মদ গোলাম মোস্তফা, সঙ্গীয় এসআই মুহাম্মদ নূর ইসলাম, এএসআই ইসমাইল হোসেন, এএসআই খাদেমুল ইসলাম ও আরমান হোসেন।

এই ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী (পুলিশ) মাদক মুক্ত অভিযানসহ অপরাধীদের বিরুদ্ধে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন