বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৭শ ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভিরকাটা টেকপাড়ার আব্দুল হক ওরফে বাবুল (৫২), নাইক্ষ্যংছড়ি সদরের কম্বনিয়া গ্রামের আবুল কালাম (৩৮)।
আজ সোমবার (২৪ মে) বিকেল ৪টায় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের সার্বিক নির্দেশে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই মুহাম্মদ গোলাম মোস্তফা, সঙ্গীয় এসআই মুহাম্মদ নূর ইসলাম, এএসআই ইসমাইল হোসেন, এএসআই খাদেমুল ইসলাম ও আরমান হোসেন।
এই ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী (পুলিশ) মাদক মুক্ত অভিযানসহ অপরাধীদের বিরুদ্ধে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।