নাইক্ষ্যংছড়িতে দুই ইটভাটাকে ৭০ হাজার টাকা জরিমানা

purabi burmese market

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে দুটি ইটভাটাকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

মঙ্গলবার (৩ডিসেম্বর) বিকালে উপজেলার আজুখাইয়া এলাকায় গড়ে উঠা দুটি ইটভাটায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।

জানা গেছে, ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় একটি ইট ভাটায় জ্বালানী হিসেবে বনের কাঠ পুড়ানোর দায়ে ম্যানেজার মোহাম্মদ করিমের কাছ থেকে ২০হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একই এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রির দায়ে জনৈক হুমায়ন কবিরকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি ও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি এই ধরনের পরিবেশ বিধ্বংসী কাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।