নাইক্ষ্যংছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

NewsDetails_01

“পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দিন ব্যাপি ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২০ এর উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: শফিউল্লাহ।

NewsDetails_03

উপজেলা একাডেমি সুপার ভাইজার মো: সোহেল মিয়া এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারি কমিশানার (ভুমি) আশরাফুল হক, প্রাথমিক বিদ্যালের সহকারি শিক্ষা অফিসার মো: আক্তার উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম কাজল, হাজী এম, এ কালাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামসহ অনেকে।

মেলায় নাইক্ষ্যংছড়ি হাজী এম. এ কালাম ডিগ্রী সরকারি কলেজ,নাইক্ষ্যংছড়ি ছালেহ্ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বাইশারী স্কুল এন্ড কলেজসহ মোট ৪ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে।

আরও পড়ুন