নাইক্ষ্যংছড়িতে ১লক্ষ ৭০হাজার পিস ইয়াবাসহ আটক হলো স্কুল দপ্তরী

purabi burmese market

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১ লক্ষ ৭০ হাজার পিস ইয়াবাসহ এক স্কুল দপ্তরীকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম উছালা মার্মা পিন্টু (৩৫), সে সোনাইছড়ি ইউনিয়নের হাই স্কুলের দপ্তরী।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার(২০ আগস্ট) রাতে উপজেলার সোনাইছড়ির ইউনিয়নের এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক প্রায় সোয়া ৫ কোটি ১৩ লক্ষ টাকা।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান,স্কুলের দপ্তরী উছালা মার্মা পিন্টু কৌশলে মাদক কারবার করে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়।অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালানো হয়। তার সিন্ডিকেটে আরো কারা জড়িত তা তদন্ত চলছে। 

এব্যাপারে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনে মামলা করা হচ্ছে এবং শনিবার (২১ আগস্ট) সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীকে জেলা আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।