স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার তিনি হোটেলে রুম ভাড়া করে রাত যাপন করে কিন্তু রোববার দুপুরেও তিনি হোটেলের কক্ষ ছেড়ে না দেবার কারনে হোটলে কতৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজার মীর কাশেম ও কর্মচারী আবদুস শুক্কুরকে আটক করেছে। লাশ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্ত্রের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
একাধিক সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইসমাইল শনিবার রাত ১টা পর্যন্ত নিজের ফেসবুক আইডিতে নাইক্ষ্যংছড়ি আওয়ামীলীগের স্থানীয় নেতা শফিউল্লাহকে পরোক্ষ ভাবে দায়ী করে একের পর এক স্ট্যাটাস দেন, এমনকি তার জীবন দূর্বিসহ করে গড়ে তোলার জন্য আওয়ামীলীগের এই নেতাকে দায়ী করেন। ডাঃ ইসমাইলের ফেসবুক অ্যাকাউন্টের নাম ‘ইসমাইল মেহেদী’। (নিচে পড়ুন ফেসবুক স্ট্যাটাস)
এরপর তিনি নেতাকর্মীদের দলের জন্য আহব্বান জানিয়ে আরো একটি স্ট্যাটাস দেন। নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, “আমার অসামাপ্ত কাজ প্রিয় নেতা কর্মিরা আপনারা অবশ্যই সমাপ্ত করবেন, এটাই আমার শেষ প্রত্যাশা” ওরা আমার জীবনটা দূর্বিসহ করে তুলেছে। আগামি কাউন্সিলে আপনারা সঠিক নেতৃত্ব বেছে নিবেন ( যারা আমাকে পছন্দ করেন)। (নিচে পড়ুন ফেসবুক স্ট্যাটাস)
এদিকে এই ঘটনায় বান্দরবান জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
1 মন্তব্য
এক্সাক্টলি। ঠিক এই স্ট্যাটাস টি দেখেই আমিও একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম।