না ফেরার দেশে খাগড়াছড়ি জেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি দোস্ত মোহাম্মদ

NewsDetails_01

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব দোস্ত মোহাম্মদ চৌধুরী আর নেই (ইন্নাল্লিলাহি…….রাজেউন)।

আজ শুক্রবার (১১ অক্টোবর) ভোর রাতে খাগড়াছড়ি সদরের মধুপুর এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

NewsDetails_03

মুক্তিযুদ্ধ চলাকালে অন্যতম সংগঠকের দায়িত্ব পালন করেন আলহাজ্ব দোস্ত মোহাম্মদ চৌধুরী। তাঁর মৃত্যুতে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।

আজ শুক্রবার বাদ আসর খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের কথা রয়েছে।

আরও পড়ুন